theclickmagazine

তরুণ সাহসী সাংবাদিক মোঃ ওয়াহিদুল হক মিরাজ’র শুভ জন্মদিন

চট্টগ্রামের ত্রয় মাসিক জনপ্রিয় ‘ক্লিক ম্যাগাজিন’ এর সহকারী সম্পাদক মোঃ ওয়াহিদুল হক মিরাজ’র শুভ জন্মদিন। আজকের এই দিনে (০৯ জুলাই) এক শুভ ক্ষণে চট্টগ্রামের এক সম্ভান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক ও সকলের প্রাণ প্রিয় মোঃ ওয়াহিদুল হক মিরাজ।

সাংবাদিক ওয়াহিদুল হক মিরাজের শুভাকাঙ্খীরা বলেন,কোনো জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন। তেমনি একজন সাহসী তরুণ সাংবাদিক মোঃ ওয়াহিদুল হক মিরাজ। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী লেখক ও সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি মোঃ ওয়াহিদুল হক মিরাজ।

চট্টগ্রামের জনপ্রিয় সাপ্তাহিক ‘নিউজ ভিশন’ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়। পরে তিনি ‘সিলেট মিরর’ও ইউকেবিডি নিউজ’সহ চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানীয় জনপ্রিয় অনলাইন পোর্টালে সুনামের সাথে কাজ করেছেন।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক দিনের খবর পত্রিকার বার্তা-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি  চট্টগ্রামের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিটিজিনিউজ ডটকমের উপ-সম্পাদক (সাব- এডিটর)  হিসেবে কর্মরত রয়েছেন

সাংবাদিকতায় দেশের কয়েকজন ঈর্ষান্বিত সাংবাদিকের মধ্যে মোঃ ওয়াহিদুল হক মিরাজ নামটি বেশ পরিচিত ও অন্যতম।

ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন মোঃ ওয়াহিদুল হক মিরাজ। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা বা ভাবনা ভাবতে চান না সাংবাদিক মোঃ ওয়াহিদুল হক মিরাজ।

জানা যায় সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা।

মোঃ ওয়াহিদুল হক মিরাজ জানান ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন তিনি। পেশাগত কাজে এরইমধ্যে দেশের প্রায় বিভিন্ন জেলা-উপজেলা চষে বেড়িয়েছেন। তবে সবচেয়ে পছন্দের স্থান চট্টগ্রামের নিজের বাড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ।

ব্যক্তিগত জীবনে এ মোঃ ওয়াহিদুল হক মিরাজ অবিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক ও উদ্দোক্তা। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন মোঃ ওয়াহিদুল হক মিরাজ।

মোঃ ওয়াহিদুল হক মিরাজ জানান, জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আজকের এই দিনে সে সকলের কাছে দোয়া আশাবাদী। যাতে করে তার বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন। তার এই জন্মদিনে ‘ক্লিক ম্যাগাজিন’ পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •