theclickmagazine

ধর্মান্তরিত হলেন শাকিলা জাফর !

sakila jafar 2ক্লিক ডেস্ক ::  ভারতের প্রকৌশলী ও কবি রবি শর্মাকে বিয়ে করে নিজ ধর্ম ত্যাগ করলেন দেশের প্রখ্যাত কণ্ঠ শিল্পী শাকিলা জাফর। এখন তিনি নাম বদল করে পরিচিত হচ্ছেন শাকিলা শর্মা হিসেবে।
মঙ্গলবার বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার একটি গানের অনুষ্ঠানে উপস্থাপিক নতুন নামে শাকিলা শর্মাকে পরিচয় করিয়ে দেন দর্শকদের সাথে।

সূত্র জানায় প্রায় তিন মাস আগে মুম্বাইবাসী রবি শর্মাকে বিয়ে করেন এই শিল্পী। তড়িৎ প্রকৌলী রবি শর্মা ভারতের একজন খ্যাতনামা কবি।

তিন বছর আগে দুজনার পরিচয়। রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি।

এটিএন বাংলার এই অনুষ্ঠানে জনপ্রিয় চারটি গান গেয়েছেন শাকিলা। গানগুলো হলো- তুমি আমার প্রথম সকাল, কারে বলবো আমি মনের কথা, এ কোন ফাগুন এবং ভুলিতে পারিনা তারে ভোলা যায় না। শিল্পীর সঙ্গে উপস্থাপকের আলাপচারিতার এক ফাকে নতুন নামে দর্শকদের সাথে শাকিলাকে পরিচয় করিয়েদেন উপস্থাপক ফেরদৌস বাপ্পী।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে গান গান তিনি।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •