মুখের দাগ থেকে মুক্তি
ওয়াহিদ বিন আবির :
বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ব্রণ, সূর্যের তাপ বা রোদ থেকে দাগ ত্বকের চিরশত্রু। মূলত সূর্যের রোদ থেকেই দাগছোপের সমস্যাটা শুরু হয়। জীবনে চলার পথে রোদকে তো আর সম্পূর্ণ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য মুখে ব্রণ বা কোনো ক্ষত থেকে বিশ্রী দাগ হতে পারে। ত্বকে দাগছোপ হবেই। এটা সম্পূর্ণ আটকানো সম্ভব নয়। তবে, দাগ যাতে মুখে না বসে যায় সে চেষ্টাটা করতে হবে।
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/4_12.jpg)
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/02_46.jpg)
আলু: আলু চেনেন না এমন মানুষ দুনিয়াতে আছে কিনা সন্দেহ! মুখের দাগ দূর করতে আলু কিন্তু ভীষণ কার্যকরী। হাইপারপিগমেন্টেশন বা মেছতার সমস্যা থাকলে আলু ব্যবহার করে দেখতে পারেন। আলুতে আছে ক্যাটেকোলেজ নামক এক ধরনের উপাদান, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর খোসা ছাড়িয়ে খানিকটা মোটা করে স্লাইস করে কেটে নিন। একটা স্লাইসের উপর কয়েক ফোঁটা পানি দিয়ে তা ত্বকে সার্কুলার মোশনে ঘষুন। ৫ থেকে ১০ বার ঘষার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন দুই বেলা করতে পারেন। খুব ভালো হয় যদি এর সঙ্গে লেবুর রস ব্যবহার করেন। আলু কুড়িয়ে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে মাস্ক হিসেবে মুখে লাগিয়ে রাখুন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/05_29.jpg)
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/03_56.jpg)
লেবু: ত্বকের দাগ নিয়ে যারা চিন্তিত, তারা লেবুকে কাজে লাগাতে পারেন। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ব্লিচিং প্রপার্টি। টাটকা লেবু চিপে রস বের করে নিন। তুলা লেবুর রসে ভিজিয়ে দাগের উপর লাগাতে পারেন। যদি সেনসিটিভ স্কিন হয়, সেক্ষেত্রে সামান্য পানি মিশিয়ে রস পাতলা করে নিন। অথবা লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ১৫ দিনেই পার্থক্য দেখতে পাবেন।
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/04_47.jpg)
চন্দন: অনেক সময় অ্যাকনে চলে গেলেও সেই দাগ কিছুতেই যেতে চায় না। সেই ধরনের দাগ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন চন্দন। চন্দন অ্যাকনে হওয়া প্রতিরোধ করে এবং দাগ ত্বকে বসতে দেয় না। এটি ত্বককে ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। ত্বককে প্রাণবন্ত রাখতে নিয়মিত চন্দন ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ চন্দন গুঁড়া খানিকটা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে আধঘন্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
![মুখের দাগ থেকে মুক্তি](https://admin.ittefaq.com.bd/assets/gallery/06_15.jpg)