theclickmagazine

সাংবাদিক মোঃ ওয়াহিদুল হক মিরাজ এর নানার ইন্তেকাল

চট্টগ্রামের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিটিজিনিউজের প্রতিবেদক মোঃ ওয়াহিদুল হক মিরাজ এর নানা হাজী মো. আমিনুল হক ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহ রাজিউন) ।

বুধবার (১১ আগস্ট) এশার নামাজের পর পাচঁলাইশ খতিবের হাট এলাকার মিনজির বাগিছা গায়েবি মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আজ বিকাল ২ টা ৫৫ মিনিটে আমিন খলিফা পাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ছেলে- মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি । মিনজির বাগিছা গায়েবি মসজিদের প্রধান মোতোয়াল্লী ছিলেন তিনি।

 

জেইউএস/

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •